Thursday, April 25, 2019

আমার মা...!

যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে প্রিয় শব্দ কী? মনে হয়, শর্তহীনভাবে সবাই বলবে ‘মা’।
মা এমন একজন মানুষ যে নিজে না খেয়ে তার সন্তান কে খাওয়ালে সত্যি তার খিদে মিটে যায়। ইচ্ছে করে আবার ছোটবেলায় ফিরে যেতে... আজ ও মনে পরে আমার ইস্কুলে যাওয়ার সময় আমার মুখ টা টিপে ধরে মাথায় চিরুনি দিয়ে দিতো,...আমাকে দেখতে যতই খারাপ হোক না কেন মা বলে my son is a superstar..😎 মা সবসময় ঠান্ডা , বাসি আর আমার আনফিনিস করা আবার খায় ।
কিন্তু আমি কোনদিনও জিজ্ঞাসা করিনি তোমার কি খেতে ভালো লাগে মা..😣?মা লাস্ট কবে শপিং করেছে তাও জানিনা...! মা আমার জন্য টাকা জমিয়ে জমিয়ে  জামা প্যান্ট কিনে দেয় ...! আমার অনেক ভালো লাগে যখন কেউ আমায় বলে তুই পুরো তোর মায়ের মতন দেখতে.😊আমি জানি অনেক দিন মা পেটে  খিদো নিয়ে ঘুমিয়ে যায়..
মায়ের সাথে শুধু কথা বলে এক এমন শান্তি পাওয়া যায় যা আমাদের সারা দিনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়, এক অদ্ভুত ভালো লাগে ভরে দেয়
আমি মনে করি ভগবানের সব ঘরে থাকা ইনপসিবল তাই সবাইকে মা দিয়েছে ।

No comments:

Post a Comment

Friends

Coming soon