আমি মধ্যবিত্ত....!
আমার অনেক স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার সাধ্য নেই।
পকেট এ অল্প টাকা থাকলেও খরচ করতে ভয় পাই।
বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার ইচ্ছা তো আছেই তবুও পাঁচ টাকার চা খেয়েই কাটিয়ে দি । ফুটপাতের দোকানগুলো থেকে জামা প্যান্ট কিনতে হয়।
দোকানে ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে চলে যেতে হয়।
অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বাবা মার জন্য ভালো কিছু করতে পারি না।
বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে, তাদের কাছে টাকার অভাব এর কথাটা লুকিয়ে রাখি । আমাদের হাত খরচা বলে কিছু হয় না।পকেট ভর্তি টাকা না থাকলেও মাথাভর্তি টেনশন থাকে
পড়াশোনার পাশাপাশি নানান কাজের সন্ধান করি । ভালো থাকার অনেক অভিনয় করতে হয়।
আমি মধ্যবিত্ত তাই অনেক কষ্ট সহ্য করেও হাসি মুখে বলতে পারি আমি ভালো আছি । ভগবান যা দিয়েছে তাই নিয়েই সুখি থাকতে পারি।
কিন্তু ভবিষ্যতে এমন কিছু করবো যাতে বাবা আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি.....!
One sided love....
https://sudipto1245.blogspot.com/2019/04/one-sided-love-in-my-life.html?m=1
Thanks
ReplyDelete