Tuesday, April 30, 2019

মানুষ কেন বদলে যায়...? love= 🖕

Love= 🖕🖕
মানুষ তখনি বদলে যায় যখন তাকে কেউ অবহেলা করে
অথবা, তার সপ্ন ভেঙে যায়। আর সেই সপ্ন ভেঙে যাওয়ার করন একটা মেয়ে ও হতে পারে । একটা সময় ছিল যখন আমি একজনকে খুব বিশ্বাস ও ভালোবাসতাম , তার জন্য অনেক রাত জাগতাম। কিন্তু এখন আমি বদলে গেছি।
আমি ভুল করে এমন একজনকে ভালোবেসেছি, যার কাছে আমার রাগ ,অভিমান, ভালোবাসার কোনো মূল্যই নেই। এখন বুঝেছি অনেক ভালোবাসা টাইম পাস এর জন্য ও হয় । এখন তো ভালোবাসা শারীরিক সৌন্দর্য দেখে হয় , আর যেটা আমার নেই ।
যে মেয়েটিকে তুমি এখন মন দিয়ে ভালোবাসো ।কদিন পরে দেখবে সেই মেয়েটাই তোমার থেকে ভালো একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে । কোন মেয়ে যদি তোমায় বলে...." যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না" তাহলে এটা ভেবোনা যে মেয়েটা তোমায় ভালোবাসে ...কারন কেউ কাউকে ছাড়া মরে না...!
আর মেয়েদের প্রধান কাজই হলো একজন পারফেক্ট জীবন সঙ্গী খোঁজা ।


                     " তবে সব মেয়েরাই সমান হয় না "

No comments:

Post a Comment

Friends

Coming soon