হিমালয়ের গায়ে অবস্থিত এই রহস্যময় পর্বত টি যদিও সব থেকে বড় পর্বত নয়। এই পর্বত জুড়ে অনেক রহস্য ও পৌরাণিক কথা আছে। হয়তো কোন দৈবিক শক্তি অথবা বৈজ্ঞানিক চিন্তা ধারা ।যেগুলো এখনো সমাধান করা সম্ভব হয়নি।
মনে করা হয় কৈলাস পর্বতের চূড়ায় ভগবান ও মানুষের মিলন হয়। কিন্তু এখনো পর্যন্ত এই পর্বত কে কেউ কি জয় করতে পারেনি । এখনো পর্যন্ত যারা এই পর্ব থেকে উঠার চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে।
গরমের সময় যখন পর্বতের বরফ গলে যায় তখন পর্বতের গায়ে " ঔ "লেখা দেখা যায় । বরফে ঢাকা এই পর্বতে যখন সূর্যের আলো পড়ে তখন এই পরবর্তীতে সোনা দিয়ে তৈরি বলে মনে হয়।
এই পর্বতে এলে মানুষের পূর্ণ ও সিদ্ধি লাভ হয়
কৈলাস পর্বতে যাওয়ার দর্শনার্থীদের মতে ,ওই পর্বতে কোন অলৌকিক শক্তি আছে।
তাহলে কি কৈলাস পর্বতে স্বয়ং মহাকাল মহাশক্তি দেবাদিদেব মহাদেব থাকেন....?
মনে করা হয় কৈলাস পর্বতের চূড়ায় ভগবান ও মানুষের মিলন হয়। কিন্তু এখনো পর্যন্ত এই পর্বত কে কেউ কি জয় করতে পারেনি । এখনো পর্যন্ত যারা এই পর্ব থেকে উঠার চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে।
গরমের সময় যখন পর্বতের বরফ গলে যায় তখন পর্বতের গায়ে " ঔ "লেখা দেখা যায় । বরফে ঢাকা এই পর্বতে যখন সূর্যের আলো পড়ে তখন এই পরবর্তীতে সোনা দিয়ে তৈরি বলে মনে হয়।
এই পর্বতে এলে মানুষের পূর্ণ ও সিদ্ধি লাভ হয়
কৈলাস পর্বতে যাওয়ার দর্শনার্থীদের মতে ,ওই পর্বতে কোন অলৌকিক শক্তি আছে।
তাহলে কি কৈলাস পর্বতে স্বয়ং মহাকাল মহাশক্তি দেবাদিদেব মহাদেব থাকেন....?
No comments:
Post a Comment